Wellcome to National Portal
  • 2020-12-27-17-50-5a738bed223db2ae193cfa18bde7f146
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০২১

অধ্যক্ষ

প্রকৌশলী মোঃ লুৎফর রহমান

টেলিফোনঃ  ০২৪১-৩৮০০৬৮

মোবাইলঃ  ০১৭১১-১৮৬০৮২

2021-01-29-19-48-1b0aa6eb1217a9b3f657ea09ceab8241

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি প্রচুর আনন্দ বোধ করছি। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট। ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে বিবেচিত হচ্ছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতার পূর্বে ১৯৬২ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাতটি কোর্সে পাঠদান হচ্ছে । বর্তমানে এখানে প্রায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। ইনস্টিটিউটটি তাদের শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় দক্ষতা ভিত্তিক প্রযুক্তিগত শিক্ষা দেয়ার জন্য সর্বোত্তম প্রযুক্তিগত শিক্ষার জন্য নিবেদিত। বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠান কারিগরি শিক্ষাদান এবং গবেষণায় এর শ্রেষ্ঠত্ব এবং উজ্জ্বলতা ধরে রেখেছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বুদ্ধি এবং দক্ষতার সীমানা ছাড়িয়ে জাতীয় উন্নয়নের পথে এগিয়ে নিতে নিষ্ঠা এবং প্রতিশ্রুতিবদ্ধতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি গতিশীল এবং প্রগতিশীল শিক্ষার পরিবেশের মধ্যে মানসম্পন্ন শিক্ষা এবং দক্ষ জনশক্তি প্রদানের লক্ষ্যে কাজ করছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ক্যাম্পাসটি প্রায় ৩৩ একর জমিতে বিস্তৃত। তিনতলা বিশিষ্ট মূল একাডেমিক ভবন ছাড়াও রয়েছে খেলার মাঠ, শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষক এবং স্টাফদের জন্য কোয়ার্টার, তিনতলা বিশিষ্ট একটি কম্পিউটার বিল্ডিং, বড় একটি বাগান, মসজিদ, একটি শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল ও একটি সাব-পোস্ট অফিস। আবাসিক এরিয়াটি বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ঘেরা। প্রতিষ্ঠানের ল্যাবগুলো আধুনিক ল্যাব ইকুইপমেন্ট এবং দক্ষ ইন্সট্রাকটর দ্বারা সমৃদ্ধ। এখানে বিভিন্ন কোর্সের জন্য আলাদা আলাদা ল্যাব এবং ওয়ার্কশপ রয়েছে। ক্যাম্পাসে দুরবর্তী এলাকার মেয়ে শিক্ষার্থীদের থাকার সুবিধার জন্য জন্য আবাসিক হল রয়েছে। এছাড়া শিক্ষক এবং স্টাফদের জন্যও আলাদা আলাদা কোয়ার্টার আছে। প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের দেশকে সমুন্নত রাখাই আমাদের মহৎ কর্তব্য। বর্তমানে দক্ষ কর্মী বাহিনী ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। যেহেতু আমরা আমাদের যাত্রা শুরু করেছি, ধারাবাহিকভাবে আপগ্রেড করা বিশ্বের নতুন চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য আমরা আরও বেশি করে উন্নত হচ্ছি। এখানে, আমরা শিক্ষা এবং মানকে গুরুত্ব দিই। সুতরাং, আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করি এবং সে কারণেই আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে।


- প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান
অধ্যক্ষ
চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট
নাসিরাবাদ, চট্টগ্রাম।