Wellcome to National Portal
  • 2020-12-27-17-50-5a738bed223db2ae193cfa18bde7f146
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০২১

ইন্সটিটিউট পরিচিতি

অবস্থান ও প্রতিষ্ঠা :


১৯৬২ সালে চট্টথ্রাম শহরের নাসিরাবাদ এলাকায় দেশের এই দ্বিতীয় বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। যোলশহর ২ নং গেইট থেকে বায়েজিদ বোস্তামী সড়কে প্রায় এক কিলোমিটার উত্তরদিকে এসে পশ্চিম পাশে সবুজ পাহাড়ের কোল ঘেষে সগৌরবে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি । ইনস্টিটিউটের পশ্চিমে রয়েছে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল আ্যান্ড কলেজ, পূর্বে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উত্তরে সুবিশাল শিল্প এলাকা ।

স্থাপনা ও অবকাঠামো :


ইনস্টিটিউটের ভূমির পরিমাণ পঁয়ত্রিশ একর । কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, সিরাজদ্দৌললা ছাত্রাবাস, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছাত্রাবাস ও সূর্যসেন ছাত্রাবাস নামে চারটি ছাত্রাবাস এবং একটি ছাত্রীনিবাস রয়েছে। উল্লেখ্য সকল আবাসিক ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত আচরণবিধি অনুসরণে বাধ্য থাকে। ছাত্র হোস্টেল সংলগ্ন এলাকায় একটি বিশাল খেলার মাঠ রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের উত্তর প্রান্তে শিক্ষক কর্মচারীদের আবাসিক এলাকা, পশ্চিমে জামে মসজিদ ও পলিটেকনিক উচ্চ বিদ্যালয়, আলাদা ভবনে একটি মিলনায়তন ও সমৃদ্ধ গ্রন্থাগার, প্রতিটি বিভাগে আছে সংশ্লিষ্ট ওয়ার্কশপ, ল্যাব ইত্যাদি। ইনস্টিটিউট-সংলগ্ন একটি রেলওয়ে হল্ট থাকায় ছাত্র-ছাত্রীরা বটতলী-দোহাজারী গন্তব্যে যাতায়াতের সুযোগ পায়।

প্রশাসন:


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট পরিচালনা করে। প্রাতিষ্ঠানিকভাবে অধ্যক্ষ মহোদয় ইনস্টিটিউট প্রধানের দায়িত্বে নিয়োজিত থাকেন। তার প্রত্যক্ষ তত্তাবধানে একজন উপাধ্যক্ষের সহযোগিতায় ইনস্টিটিউটের যাবতীয় একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। একাডেমিক কাউন্সিল ও প্রশাসনিক কাউন্সিল প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে।